শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৭, ২৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:০৩, ২৪ এপ্রিল ২০২৫
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ছবি: পাকিস্তান অবজারভার
আগামী রোববার (২৭ এপ্রিল) দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল ইসহাক দারের।
এর আগে ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় আসার সময় মন্ত্রী পর্যায়ের এই সফরের সময়সূচি চূড়ান্ত হয়।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আছে, যা চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে দুই দেশ।
ঢাকা এক্সপ্রেস/এসএআর