শিরোনাম
প্রকাশ: ১৩:৪৫, ২৪ নভেম্বর ২০২৪
‘পুষ্পা: দ্য রাইজ’-এর আইটেম গানে ঝড় তুলেছিলেন সামান্থা রুথ প্রভু। ছবির সিকুয়েল ড্যান্স নাম্বার নিয়েও তাই ভক্তদের আগ্রহের কমতি নেই। আজ সকালে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার ‘কিস্সিক’ গানের প্রোমো। এই গানে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী শ্রীলীলাকে। কে এই শ্রীলীলা? ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক-
মার্কিন বংশোদ্ভূত শ্রীলীলা কন্নড় ছবির মাধ্যমে নিজের অভিনয়জীবন শুরু করেছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০২১ সালে তেলেগু সিনেমা ‘পেল্লি সান্ধাডি’তে দেখা যায় তাঁকে। এরপর থেকে কন্নড় ও তেলেগু সিনেমার নিয়মিত মুখ তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
চলতি বছরের জানুয়ারিতে মহেশ বাবুর বিপরীতে ‘গুন্টুর কারম’ ছবিতে দেখা যায় তাঁকে। ছবিটি ব্যাপকভাবে আলোচনায় ছিল, শ্রীলীলার ক্যারিয়ারও এ ছবিটি দিয়ে নতুন গতি পায়। এ প্রসঙ্গে আগে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলীলা বলেছিলেন, ‘মহেশ বাবুর মতো তারকার সঙ্গে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মহেশ বাবুর ব্যক্তিত্ব এমনই যে শুটিংয়ের সময় আমি হরহামেশা তাঁর সামনে নিজের সংলাপ ভুলে যেতাম। মনে হচ্ছে, এ ছবি দিয়ে আমার যেন নতুন করে শুরু হলো।’
অভিনেত্রী চান ভিন্নধর্মী চরিত্রে নিজেকে পরখ করে দেখতে। তাঁর ভাষ্যে, ‘এটা আমার জন্য মোটেই চাপের না। সবচেয়ে ভালো লাগে, একটা চরিত্র থেকে অন্য চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে। আমি “পাশের বাড়ির মেয়ে” টাইপ চরিত্রে অভিনয় করছি, আবার একই দিনে বিগড়ে যাওয়া তরুণীর ভূমিকায় নিজেকে মেলে ধরছি। সবচেয়ে অবাক লাগে যখন দর্শক আমাকে অভিনীত চরিত্রের নামে সম্বোধন করেন।’
‘পুষ্পা’র আইটেম গান দিয়ে ভারতজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু। এর পর থেকে হিন্দি ওয়েব সিরিজে দেখা গেছে তাঁকে। ‘পুষ্পা ২’-এর গানটি হিট হলে শ্রীলীলার জনপ্রিয়তাও আরও বেড়ে যাবে।
গানটির প্রোমো মুক্তি পেয়েছে। তবে ইউটিউবে এই প্রোমোর নিচে দর্শকের মন্তব্য দেখে বোঝাই যাচ্ছে পুরো গানটি দেখতে তাঁদের তর সইছে না। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে