শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩০, ২৯ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৯:০৪, ২৯ ডিসেম্বর ২০২৪
পাকিস্তানি টিভি অভিনেত্রী ইয়ুমুনা জায়েদি
হালের জনপ্রিয় পাকিস্তানি টিভি ধারাবাহিক ‘তেরে বিন’ বিশ্বজুড়েই বেশ আলোচনার জন্ম দিয়েছে। গত বছরের ডিসেম্বরে পাকিস্তানি চ্যানেল জিও টিভিতে প্রচার শুরুর পর সিরিজটি বাংলাদেশ ও ভারতের দর্শকদের হৃদয়ে দোলা দিয়েছে। সিরাজুল হকের নির্মানে মুরতাসিম ও মেরাব নামের দুই স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনের রসায়ন আর প্রেমের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ওয়াহাজ আলী ও ইয়ুমুনা জায়েদি। এই ধারাবাহিক দিয়ে পরিচিতি ও সুনাম অর্জন করেন অভিনেত্রী।
গত মে মাসে নুরেন মাখদুমের লেখায় নির্মিত সিরিজটি ৪৬তম পর্ব প্রচারের পর সামাজিক মাধ্যমে বিতর্কের ও সমালোচনার জন্ম দেয়। দর্শকের ধারণা হয়, পরের পর্বে মুরতাসিম ও মেরাবের একটি ইঙ্গিতপূর্ণ দৃশ্য হয়তো বৈবাহিক ধর্ষণ কিংবা নিপীড়নের দৃশ্য থাকতে পারে। বাস্তবিক দিক থেকে পরের পর্বে ‘বৈবাহিক ধর্ষণ’-এর কোনো দৃশ্য ছিল না।
ধারাবাহিকটি নিয়ে আলোচনার মধ্যেই প্রথম ‘নায়েব’ নামের একটি সিনেমায় কাজ করছেন তিনি। তাছাড়া ইয়ুমুনা জায়েদির নতুন সিরিয়ালটির নাম 'জেন্টেলম্যান'। আর এবার তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা হুমায়ুন সাঈদ।
২০১২ সাল থেকে ছোটপর্দায় কাজ করছেন ইয়ুমনা। এক দশকের ক্যারিয়ারে ‘দিল না উমেদ তো নাহি’, ‘সিনফ-ই-আহান’সহ বেশ কয়েকটি আলোচিত টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। টিভিতে অভিনেত্রীর অভিষেক হয়েছিল ‘থাকান’ সিরিয়ালের মাধ্যমে।
লাহোরে জন্ম নেওয়া ইয়ুমনার উর্দু ভাষার নাটকে কাজ করেন। অভিনয়ে নাম লেখানোর আগে কিছুদিন রেডিও জকি হিসেবে কাজ করেছেন তিনি।
৩৩ বছর বয়সী ইয়ুমনা তিনবার লাক্স স্টাইল পুরস্কার পেয়েছেন। হাম পুরস্কারও পেয়েছেন এ লাস্যময়ী।