শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৪৬, ৩১ মার্চ ২০২৫ | আপডেট: ১৩:৩৭, ৩১ মার্চ ২০২৫
ভারতে ঈদের জামাত
বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন শুরু করেছেন। রবিবার (৩০ মার্চ) ইসলামের অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর উদযাপন করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কিছু দেশ। ঈদের দিনও রক্তপাত থেকে রেহাই পেলো না গাজা। অবরুদ্ধ উপত্যকাটিতে রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন ইসরায়েলের হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।
ফিলিস্তিনির নারী ও শিশুরাও অংশ নিয়েছেন ঈদের নামাজে
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত মসজিদের আঙিনায় নামাজ পড়েছেন ফিলিস্তিনিরা
ঈদের দিনও ইসরায়েলি হামলায় লাশ বয়ে বেড়াতে হয়েছে ফিলিস্তিনিদের
পাকিস্তানে মেহেদি হাতে সাজছে ছোট্ট শিশু
আফগানিস্তানে ঈদের নামাজ পড়ছেন মুসল্লিরা
ইতালিতেও হয়েছে বড় ঈদের জামাত
কেনিয়ার মোম্বাসায় ঈদের নামাজে হাজারো মুসল্লি।
মস্কোতে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা।
পর্তুগালের লিসবেনে নামাজ শেষে বাঙালিদের কোলাকুলি।
কাতারের স্টেডিয়ামে ঈদের নামাজে অংশ নিয়েছে শিশুরাও।
কাতারে ঈদ আয়োজনে বিশেষ অনুষ্ঠান
সৌদি আরবে ঈদের নামাজ আদায় করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান