শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২৯, ২৪ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৯:৪৫, ২৪ জানুয়ারি ২০২৫
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে দলটি। এসময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবেদিন ফারুক, ইসমাঈল জবিউল্যাহ, ক্যাপ্টেন সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. শাহিদা রফিক, হাবিবুর রহমান হাবিব, এডভোকেট নজমুল হক নান্নু, তাহমিনা রুশদীর লুনা, ড. মো. এনামুল হক চৌধুরী, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদড, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, আফরোজা খান রিতা, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, জয়নাল আবেদীন ভিপি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল।
আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম আব্দুস সাত্তার, জহির উদ্দিন স্বপন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেড খান রিয়াজ উদ্দিন নসু, রাশেদা বেগম হীরা, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, আফরোজা আব্বাস, সুলতানা আহম্মেদ, শাম্মী আক্তার, নেওয়াজ হালিমা আরলী, নাজিম উদ্দিন আলম, নুর মোহাম্মদ খান, সাঈদ সোহরাব, ব্যারিষ্টার মীর হেলাল, রাজীব আহসান, রশীদুজ্জামান মিল্লাত, আতিকুর রহমান রুমন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নাজিম উদ্দিন আহমেদ, আব্দুল আলীম নকী,আব্দুর রহীম, হাজী মজিবুর রহমান, মোস্তাফিজুল করীম মজুমদার, মাওলানা আলমগীর হোসেন, বিএনপি প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাওলানা আবুল হোসেন।