ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

৩০ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

রিজভীর অভিযোগ 

বিএনপির ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেয়ার চেষ্টা করে সরকার  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৯, ১০ মার্চ ২০২৫ | আপডেট: ১৩:১৩, ১০ মার্চ ২০২৫

বিএনপির ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেয়ার চেষ্টা করে সরকার  

‘বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার’ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধও নেয়ার চেষ্টা করে সরকার।

সোমবার (১০ মার্চ) মাগুরাসহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

মহাসচিব এ সময় বলেন, ‘এখন কোনো কন্যাশিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই। বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

ছাত্রদের কর্মকান্ডের নিন্দা জানিয়ে তিনি আরও জানান, ‘ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো, ডিসি-এসপি অফিসে তদবির-তদারকি নয়। ছাত্রদের কথামতো চললে, কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে?’

এসময় দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন