শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৪৬, ২১ মার্চ ২০২৫
১৭ বছর আগে সেনা-সমর্থিত তত্ত্বাধায়ক সরকারের আমলে দেশত্যাগে বাধ্য করা হয় তারেক রহমানকে ৷ এর পর থেকে তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। সে সময় চাঁদাবাজিসহ নানা অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছিল ১৩টি মামলা। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তার বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ নানা ফৌজদারি অভিযোগে আরো ৭১টি মামলা করে। এর মধ্যে পাঁচটি মামলায় তাকে দণ্ড দেয় নিম্ন আদালত ৷ সেসব মামলার মধ্যে চারটি মামলায় তাকে দেওয়া দণ্ড বাতিল করে বেকসুর খালাস দিয়েছে সুপ্রিম কোর্ট ।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেকসুর খালাসের রায়ে দেশের সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে বলেছে, ‘আপিলের বিষয়বস্তু থেকে এটা প্রমাণ হয় যে এ মামলায় আইনের ষড়যন্ত্রমূলক অপপ্রয়োগ ঘটেছে। মামলাটি ছিল ‘রাজনৈতিক বিদ্বেষপূর্ণ। ফলে আপিল বিভাগের এই রায় আপিলকারীসহ অন্যদের মর্যাদা পুনরুদ্ধারের পাশাপাশি তাদের নিরপরাধ ভাবমূর্তি প্রতিষ্ঠিত করবে।’
এদিকে দুদকের একটি মামলায় দুই বছর আগে তারেক রহমানকে দণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। এই দণ্ড বাতিল হলে তিনি সাজামুক্ত হবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। তারেক রহমানের মামলা প্রসঙ্গে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমে বলেছিলেন, তারেক রহমানের বিরুদ্ধে ৮৪টি মামলা দায়ের করা হয়েছিল। ওয়ান-ইলেভেন সরকার ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে এসব মামলা হয়েছে। অধিকাংশ মামলাই ছিল মানহানির।’