শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২০, ২২ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:৩৩, ২২ মার্চ ২০২৫
শুক্রবার (২১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন জানান, শনিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার (২২ মার্চ) বিকেল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সালেহ উদ্দিন সাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বিক্ষোভ সমাবেশে এনসিপির সব নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
এদিকে মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই সংবাদ বিজ্ঞপ্তিটি পোস্ট করে লিখেছেন, ‘আগামীকালের সমাবেশ।’
এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আজ গণঅধিকার পরিষদ ঢাকাসহ সারাদেশে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২১ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে নুরুল হক এ ঘোষণা দেন।