শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৩, ২৫ মার্চ ২০২৫ | আপডেট: ১৭:৫৯, ২৫ মার্চ ২০২৫
এদিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতির আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।
শুনানিকালে শামীম ইস্কান্দার ও তার স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পদের তথ্য চেয়ে শামীম ইস্কান্দারকে নোটিশ পাঠায়। নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় ২০০৮ সালে অনুসন্ধান শেষে দুদক রমনা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে।