ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

নামবিবাদে রাজনৈতিক উত্তেজনা: এনসিপি-বিসিপির টানাপোড়েন

এনসিপির নাম পরিবর্তন নিয়ে বিসিপির আপত্তি

বিসিপির আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩৫, ২৫ মার্চ ২০২৫ | আপডেট: ০০:১৭, ২৬ মার্চ ২০২৫

এনসিপির নাম পরিবর্তন নিয়ে বিসিপির আপত্তি

এনসিপির নাম নিয়ে বিসিপির আপত্তি

জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম (এনসিপি) নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)। মঙ্গলবার (২৫ মার্চ) ইসি সচিবের কাছে লিখিতভাবে এই আপত্তি জানান বিসিপি মহাসচিব ব্যারিস্টার শাহরিয়ার খান আবির।  

তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দলটির সংক্ষিপ্ত নাম ‘এনসিপি’ নিয়ে আলোচনা চলছে।  

বিসিপি মহাসচিবের মতে, জাতীয় নাগরিক পার্টির (Jatio Nagorik Party) সংক্ষিপ্ত নাম ‘যেএনপি’ হওয়া উচিত ছিল, তবে ‘এনসিপি’ ব্যবহার করা হচ্ছে যা সঠিক নয়। কারণ, নাম (বিশেষ্য) যে ভাষায় লেখা হোক না কেন, এর কোনো পরিবর্তন হয় না।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি নতুন দল হিসেবে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে। তবে দলের নামে অসঙ্গতি থাকলে তা নিতান্তই দুঃখজনক। রাজনৈতিক দল নিবন্ধনের সময় বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য ইসি সচিবের কাছে অনুরোধ জানান বিসিপি মহাসচিব। 

রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে এনসিপির নাম নিয়ে। বিসিপি দলটি এনসিপির নামের ওপর আপত্তি জানিয়েছে এবং এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন