ঢাকা, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

বৃহত্তর ঐক্যের প্রয়োজনে সবাই আবার এক হবে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২৫, ২৬ মার্চ ২০২৫ | আপডেট: ১৩:০৮, ২৬ মার্চ ২০২৫

বৃহত্তর ঐক্যের প্রয়োজনে সবাই আবার এক হবে: মির্জা আব্বাস

স্বার্থের সংঘাত থাকলেও কারো সঙ্গে অনৈক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, আজকের স্বাধীনতা দিবসই প্রমাণ করে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে কিছু নেই। সব রাজনৈতিক দলের নিজস্ব নীতি ও পরিকল্পনা আছ। নেতাকর্মীরাও দলীয় আদর্শের ভিত্তিতেই কথা বলছেন।

তবে বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলে সবাই আবার এক হয়ে যাবে, এমনটাই তাঁর প্রত্যাশা। এছাড়া, আগামী ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন