ঢাকা, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

৭ এপ্রিল থেকে পুনরায় ঐক্যমত্য কমিশনের সংলাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩৭, ২৮ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:০৪, ২৮ মার্চ ২০২৫

৭ এপ্রিল থেকে পুনরায় ঐক্যমত্য কমিশনের সংলাপ

আগামী ৭ এপ্রিল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে জাতীয় ঐকমত্যে গঠিত কমিশন। ইতোমধ্যে ২৭টি দল তাদের লিখিত প্রস্তাব জমা দিয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাবিত ১৬৬টি সংস্কার সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চলবে। 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে ওই বছরের অক্টোবর মাসের শুরুতে সরকার ১১টি স্বতন্ত্র সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।   
এগুলোর মধ্যে বেশিরভাগ কমিশনই ইতোমধ্যে তাদের সুপারিশমালা জমা দিয়েছে। এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য গঠন করা হয় ঐকমত্য কমিশন। 

এ পর্যন্ত ২৭টি দল তাদের মতামত ঐকমত্য কমিশনে জমা দিয়েছে। বাকি ১০টি দল ঈদের পরে তাদের মতামত জানাবে। এখন পর্যন্ত ৪টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে, আর বাকি দলগুলোর সঙ্গে আগামী ৭ এপ্রিল থেকে আলোচনা শুরু হবে। আলোচনায় একমতের ভিত্তিতে হবে জুলাই চার্টার।

এ ব্যাপারে প্রধান উপেদষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমরা আশা করছি যে খুব দ্রুত ডায়ালগের কাজটা গড়াবে। কারণ আমাদের কিন্তু একটা ডেডলাইন আছে। আমরা চাচ্ছিলাম জুলাইয়ের মধ্যে এই কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য।’ 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন