ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩৮, ৬ এপ্রিল ২০২৫

স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ এপ্রিল) সকালে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে তিনি ঢাকা ত্যাগ করেন তিনি। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সকাল ৮টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন বিএনপি মহাসচিব ও তাঁর স্ত্রী। সিঙ্গাপুরে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন তারা। ইতোমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে।

তিনি আরও জানান, এক সপ্তাহ পর বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন