ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

আসছে ইলিয়াস কাঞ্চনের নতুন রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২১, ২৩ এপ্রিল ২০২৫

আসছে ইলিয়াস কাঞ্চনের নতুন রাজনৈতিক দল

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন। এ উপলক্ষে আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন তিনি।

দলটির সম্ভাব্য নাম ‘জনতার পার্টি বাংলাদেশ’ বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’-এর ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ।

দীর্ঘ তিন দশক ধরে সড়ক নিরাপত্তা নিয়ে সামাজিক আন্দোলনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার কাজ করে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন ধরে তাকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। 

 

ঢাকা এক্সপ্রেস/এসএআর 

আরও পড়ুন