শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৭, ১৫ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৩:৪৮, ১৫ নভেম্বর ২০২৪
তাবলিগ জামাতের বাংলাদেশের প্রধান কেন্দ্র কাকরাইলের মসজিদটি নিয়ন্ত্রণে নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এ মসজিদটি তাবলিগ জামাতের মারকাজ হিসেবে ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি তাবলিগের জুবায়েরপন্থিরা মসজিদটি দখলে রাখার ঘোষণা দেওয়ার দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। শেষপর্যন্ত কোনো সংঘাত ছাড়াই আগামী দুই সপ্তাহের জন্য কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ ছেড়ে দেয় তারা।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকেই কাকরাইল মারকাজ মসজিদে আসতে শুরু করেন সাদপন্থিরা। সাদপন্থীরা আগেই শুক্রবার সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার পূর্বঘোষণা দেয়। এমন পরিস্থিতিতে সংঘাত ও হতাহতের আশঙ্কায় ভোর থেকেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ সকালে কোন ধরনের বাধা ছাড়াই কাকরাইল মসজিদে প্রবেশ করে তাবলীগ জামাতের সাদপন্থীরা। তারা বলছেন, এবারের বিশ্ব ইজতেমায় যেন মাওলানা সাদ অংশ নিতে পারেন, সেটিই প্রধান দাবি। রাজধানীর কাকরাইল মসজিদে তাবলীগ জামাতের সাদপন্থীদের প্রবেশ নিয়ে জোবায়েরপন্থীদের সঙ্গে দ্বন্দ্ব চলছিলো। তবে সব শঙ্কা ছাপিয়ে সকাল সাড়ে সাতটার কিছু পরে কাকরাইল মসজিদে শান্তিপূর্ণভাবে প্রবেশ করেন সাদপন্থীরা। নিয়ম অনুযায়ী এখানে ২ সপ্তাহ অবস্থান করবেন তারা।
তাবলিগ-জামাতের বিবদমান দ্বন্দ্বের পর থেকে গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যদিও বিগত সরকারের এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিল সাদপন্থিরা।