ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
বিচার বানচালে পতিত সরকারের অর্থ ব্যয়ের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর
Scroll
ট্রাম্পের প্রশাসনে থাকছে না মাস্কের চাকরি
Scroll
মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা হুতির
Scroll
ব্লুমবার্গের বিশ্লেষণ: ট্রাম্পের শুল্ক গণনা পদ্ধতিই ‘অন্যায্য’, বাংলাদেশসহ গরিব দেশগুলোর জন্য বিপর্যয়কর
Scroll
ট্রাম্পের শুল্কনীতি আরোপে বাণিজ্য যুদ্ধের শঙ্কা, বিশ্বনেতাদের তীব্র প্রতিক্রিয়া
Scroll
দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে: প্রধান উপদেষ্টা
Scroll
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র
Scroll
সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
Scroll
মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০০৩, ত্রাণ সরবরাহে যুদ্ধবিরতি ঘোষণা জান্তার
Scroll
বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

ইতিকাফ ভাঙার কারণ জানুন

ইতিকাফের শর্তাবলী এবং নিয়ম: কেন ইতিকাফ ভাঙা ?

ইতিকাফের শর্তাবলী

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৪:৫৫, ২৩ মার্চ ২০২৫ | আপডেট: ১৬:৪২, ২৩ মার্চ ২০২৫

ইতিকাফের শর্তাবলী এবং নিয়ম: কেন ইতিকাফ ভাঙা ?

যেসব কারণে ভেঙে যায় ইতিকাফ 

ইতিকাফ একটি মহৎ ইবাদত। রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ ইবাদত ও লাইলাতুল কদর অন্বেষণের সর্বোত্তম মাধ্যম ইতিকাফ। ইতিকাফের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে এসে নিবিড় সম্পর্ক স্থাপনের সুযোগ করে দেয়। আল্লাহর রাসুল (সা.) মদিনায় হিজরত করে প্রতিবছরই ইতিকাফ করতেন। এ ইবাদত প্রত্যেক মুসলমানের জন্য স্বেচ্ছায় পালনীয়।

শেষ দশকের সুন্নাত ইতিকাফকারীর জন্য মানবীয় ও শরয়ি বিশেষ প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে মসজিদ থেকে বের হওয়া বৈধ নয়, বের হলে ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফে বসলে রোজাদার কোনো ধরনের কথা-বার্তা, লেনদেন, ব্যবসা-বানিজ্য, চাকরি-বাকরি কোনো কিছুতেই অংশ নিতে পারবে না। 

চলুন জেনে নেওয়া যাক কি কি কারণে ইতিকাফ ভেঙে যায়-

ইতিকাফের স্থান থেকে ইসলামসম্মত প্রয়োজন বা স্বাভাবিক প্রয়োজন ছাড়া বের হয়ে গেলে তবে ইসলামসম্মত প্রয়োজন হলে মসজিদের বাইরে বের হওয়া যায়। ইতিকাফকারী যদি বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হয় তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে।

স্ত্রী সহবাস করলে বা সহবাসের আনুষঙ্গি কাজ যেমন চুম্বন, আলিঙ্গন ইত্যাদির কারণে বীর্যপাত হলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে।
তবে চুম্বন ইত্যাদির কারণে বীর্যপাত না হলে ইতিকাফ বাতিল হবে না। তবে ইতিকাফ অবস্থায় এসব করা হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা তোমাদের স্ত্রীদের যৌন মিলন করো না যখন তোমরা মসজিদে ইতিকাফে থাকো।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৭)

ইতিকাফ চলাকালীন মসজিদ থেকে বের হওয়ার বিধান -

ইতিকাফের স্থান থেকে যদি মানবীয় প্রয়োজন মিটানোর জন্য বের হয় তাহলে ইতিকাফ ভঙ্গ হবে না। মসজিদে থেকে পবিত্রতা অর্জন সম্ভব না হলে মসজিদ থেকে বের হওয়ার অনুমতি আছে।

বাহক না থাকার কারণে ইতিকাফকারীকে যদি পানাহারের প্রয়োাজনে বাইরে যেতে হয় অথবা মসজিদে খাবার গ্রহণ করতে লজ্জা বোধ হয়, তাহলে এরূপ প্রয়োাজনে বাইরে যাওয়ার অনুমতি আছে।

যে মসজিদে ইতিকাফে বসেছে সেখানে জুমার নামাজের ব্যবস্থা না থাকলে জুমার নামাজ আদায়ের প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া ওয়াজিব এবং আগেভাগেই রওনা হওয়া তার জন্য মুস্তাহাব।ইসলামসমর্থিত ওজরের কারণে ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারে।

কোনো নেকির কাজ করার জন্য ইতিকাফকারীর মসজিদ থেকে বের হওয়া বৈধ নয়। যেমন রোগী দেখতে যাওয়া, জানাজায় উপস্থিত হওয়া ইত্যাদি। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘ইতিকাফকারীর জন্য সুন্নত হলো, রোগী দেখতে না যাওয়া, জানাজায় অংশ গ্রহণ না করা, স্ত্রী স্পর্শ না করা এবং সহবাস না করা এবং খুব বেশি প্রয়োজন না হলে মসজিদ থেকে বের না হওয়া।’ (আবু দাউদ, হাদিস: ২৪৭৩)

ইতিকাফ-বিরুদ্ধ কোনো কাজের জন্য ইতিকাফকারীর মসজিদ থেকে বের হওয়া বৈধ নয়। যেমন ক্রয়-বিক্রয়, স্বামী-স্ত্রীর মিলন ইত্যাদি।

নারীদের ইতিকাফ

পুরুষের মতো নারীরাও ইতিকাফ করতে পারবে। ঘরের যে অংশে সাধারণত নামাজ পড়া হয় সেখানে যদি পর্দার যাবতীয় শর্ত পাওয়া যায় এবং সার্বিক দিক বিবেচনা করে নিরাপদ মনে হয়, তাহলে সেখানে ইতিকাফের জন্য নির্দিষ্ট করে নেবে। তারপর সেখানে বসে ইবাদত-বন্দেগি করা শুরু করে দেবে।

ইতিকাফ মুসলিমদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রথা, যার মাধ্যমে তারা রমজান মাসে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য কিছু দিন মসজিদে অবস্থান করেন। তবে অনেক সময় বিভিন্ন কারণে ইতিকাফ ভেঙে যেতে পারে। জানুন এমন ৫টি প্রধান কারণ, যা একজন মুসলমানকে ইতিকাফ ভাঙতে বাধ্য করতে পারে।

আরও পড়ুন