ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
বিচার বানচালে পতিত সরকারের অর্থ ব্যয়ের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর
Scroll
ট্রাম্পের প্রশাসনে থাকছে না মাস্কের চাকরি
Scroll
মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা হুতির
Scroll
ব্লুমবার্গের বিশ্লেষণ: ট্রাম্পের শুল্ক গণনা পদ্ধতিই ‘অন্যায্য’, বাংলাদেশসহ গরিব দেশগুলোর জন্য বিপর্যয়কর
Scroll
ট্রাম্পের শুল্কনীতি আরোপে বাণিজ্য যুদ্ধের শঙ্কা, বিশ্বনেতাদের তীব্র প্রতিক্রিয়া
Scroll
দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে: প্রধান উপদেষ্টা
Scroll
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র
Scroll
সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
Scroll
মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০০৩, ত্রাণ সরবরাহে যুদ্ধবিরতি ঘোষণা জান্তার
Scroll
বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

সুলভ মূল্যে জাকাতের পোশাক পাবেন যেখানে

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৪:০৫, ২৮ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:২৮, ২৮ মার্চ ২০২৫

সুলভ মূল্যে জাকাতের পোশাক পাবেন যেখানে

সুলভ মূল্যে জাকাতের পোশাক পাবেন যেখানে

জাকাত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার দ্বারা রাষ্ট্র ও মানুষের একটি বড় অংশ উপকৃত হয়। জাকাতের নিয়ম আমরা কমবেশি সবাই জানি। রাষ্ট্রের আর্থিক প্রয়োজনীয়তা এবং অন্যান্য অর্থনৈতিক চাহিদা পূরণে ইসলামের সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা আছে। জাকাত হিসেবে যেমন নগদ টাকা দেওয়ার নিয়ম আছে, তেমনই সেই টাকা দিয়ে পোশাক কিংবা অন্য কোনো প্রয়োজনীয় পণ্য কিনে দিতে পারেন।

জাকাতকে বলা হয় ইসলামের মৌলিক স্তম্ভগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সামর্থ অনুযায়ী তাই অনেকেই এসময়টাতে জাকাত দিয়ে থাকেন। নগদ টাকার বদলে জাকাত হিসেবে যাঁরা পোশাক দিতে চান, তাঁদের জন্য কাপড়ের বাজারদর ও খোঁজখবর জানাব এই প্রতিবেদনে- 

লুঙ্গি
এ বছর ইসলামপুরে জাকাতের লুঙ্গি পাবেন ২০০ টাকা থেকে ৬০০ টাকা। গুলিস্তানের এনেক্সকো টাওয়ার ও নিউমার্কেটে লুঙ্গির দাম ২৫০ টাকা থেকে ৭৫০ টাকা। ধানমন্ডি হকার্স মার্কেট ও নূর ম্যানশন মার্কেটে লুঙ্গি পাবেন ৩০০ টাকা থেকে ৬৫০ টাকা। ঢাকা আহ্‌ছানিয়া তাঁতঘরে লুঙ্গি মিলবে ৪০০ টাকা থেকে ১ হাজার ৫০ টাকা। 

শাড়ি
রাজধানী ঢাকার ইসলামপুরে শাড়ির দাম পড়বে ৩০০ টাকা থেকে ১ হাজার ৫০ টাকায়। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ায় এবার বঙ্গবাজারের খোঁজ দেওয়া গেল না। তবে যেতে পারেন বঙ্গবাজার লাগোয়া মার্কেট এনেক্সকো টাওয়ারে। এ মার্কেটের পাতাল অংশের পুরোটা জুড়েই শাড়ির দোকান। 

এখানে শাড়ির দাম ৩৫০ টাকা থেকে ৯৫০ টাকা। নিউমার্কেটে শাড়ির দাম ৩৫০ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা। নিউমার্কেটের নিকটবর্তী নূর ম্যানশন মার্কেটে শাড়ির দাম ৩০০ টাকা থেকে ১ হাজার ২৫০ টাকা। পাশের ধানমন্ডি হকার্স মার্কেটেও শাড়ির দাম ৩০০ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা। গ্রিনরোডের বাইতুল জান্নাত জামে মসজিদের নিচতলায় অবস্থিত আহ্‌ছানিয়া তাঁতঘরে শাড়ির দাম ৫০০ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা।

২০ বছর ধরে আহ্‌ছানিয়া তাঁত থেকে কাপড় কেনেন, নাম প্রকাশে অনিচ্ছুক এমনই এক ক্রেতা জানান, প্রতিবার জাকাতের জন্য শাড়ি নিয়ে যান এখান থেকে। প্রতিটি ১ হাজার ৪০০ টাকা দরে, আখাউড়ায় নিজ গ্রামে বিতরণের জন্য।

অন্যান্য

শাড়ি, লুঙ্গির পাশাপাশি জাকাত হিসেবে দিতে পারেন জায়নামাজ, পাঞ্জাবি ইত্যাদি। 

জায়নামাজের জন্য যেতে পারেন আহ্ছানিয়া তাঁতঘরসহ বায়তুল মোকাররম মার্কেট, নিউমার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, এনেক্সকো টাওয়ার, গুলিস্তান ও পুরান ঢাকার ইসলামপুরে। দেশি জায়নামাজের দাম শুরু ১০০ টাকা থেকে ৩০০ টাকা। নিতে পারেন আমদানি করা জায়নামাজও, দাম ৩৫০ টাকা থেকে ৬০০ টাকা।

ঢাকা আহ্ছানিয়া তাঁতঘরে জাকাত হিসেবে দেওয়ার জন্য পাঞ্জাবি পাবেন ৫০০ টাকা থেকে ১ হাজার ২৫০ টাকা। ইসলামপুর ও নিউমার্কেটে জাকাতের পাঞ্জাবি পাবেন ২৫০ টাকা থেকে ৭৫০ টাকা।এছড়া গুলিস্তানের এনেক্সকো টাওয়ার ও নিউমার্কেটসংলগ্ন নূর ম্যানশন মার্কেটে পাঞ্জাবি পাবেন ৪০০ টাকা থেকে এক হাজার টাকা। ধানমন্ডি হকার্স মার্কেটে পাঞ্জাবি মিলবে ৪৫০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা।

আরও পড়ুন