শিরোনাম
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৪:০৫, ২৮ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:২৮, ২৮ মার্চ ২০২৫
সুলভ মূল্যে জাকাতের পোশাক পাবেন যেখানে
জাকাতকে বলা হয় ইসলামের মৌলিক স্তম্ভগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সামর্থ অনুযায়ী তাই অনেকেই এসময়টাতে জাকাত দিয়ে থাকেন। নগদ টাকার বদলে জাকাত হিসেবে যাঁরা পোশাক দিতে চান, তাঁদের জন্য কাপড়ের বাজারদর ও খোঁজখবর জানাব এই প্রতিবেদনে-
লুঙ্গি
এ বছর ইসলামপুরে জাকাতের লুঙ্গি পাবেন ২০০ টাকা থেকে ৬০০ টাকা। গুলিস্তানের এনেক্সকো টাওয়ার ও নিউমার্কেটে লুঙ্গির দাম ২৫০ টাকা থেকে ৭৫০ টাকা। ধানমন্ডি হকার্স মার্কেট ও নূর ম্যানশন মার্কেটে লুঙ্গি পাবেন ৩০০ টাকা থেকে ৬৫০ টাকা। ঢাকা আহ্ছানিয়া তাঁতঘরে লুঙ্গি মিলবে ৪০০ টাকা থেকে ১ হাজার ৫০ টাকা।
শাড়ি
রাজধানী ঢাকার ইসলামপুরে শাড়ির দাম পড়বে ৩০০ টাকা থেকে ১ হাজার ৫০ টাকায়। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ায় এবার বঙ্গবাজারের খোঁজ দেওয়া গেল না। তবে যেতে পারেন বঙ্গবাজার লাগোয়া মার্কেট এনেক্সকো টাওয়ারে। এ মার্কেটের পাতাল অংশের পুরোটা জুড়েই শাড়ির দোকান।
এখানে শাড়ির দাম ৩৫০ টাকা থেকে ৯৫০ টাকা। নিউমার্কেটে শাড়ির দাম ৩৫০ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা। নিউমার্কেটের নিকটবর্তী নূর ম্যানশন মার্কেটে শাড়ির দাম ৩০০ টাকা থেকে ১ হাজার ২৫০ টাকা। পাশের ধানমন্ডি হকার্স মার্কেটেও শাড়ির দাম ৩০০ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা। গ্রিনরোডের বাইতুল জান্নাত জামে মসজিদের নিচতলায় অবস্থিত আহ্ছানিয়া তাঁতঘরে শাড়ির দাম ৫০০ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা।
২০ বছর ধরে আহ্ছানিয়া তাঁত থেকে কাপড় কেনেন, নাম প্রকাশে অনিচ্ছুক এমনই এক ক্রেতা জানান, প্রতিবার জাকাতের জন্য শাড়ি নিয়ে যান এখান থেকে। প্রতিটি ১ হাজার ৪০০ টাকা দরে, আখাউড়ায় নিজ গ্রামে বিতরণের জন্য।
অন্যান্য
শাড়ি, লুঙ্গির পাশাপাশি জাকাত হিসেবে দিতে পারেন জায়নামাজ, পাঞ্জাবি ইত্যাদি।
জায়নামাজের জন্য যেতে পারেন আহ্ছানিয়া তাঁতঘরসহ বায়তুল মোকাররম মার্কেট, নিউমার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, এনেক্সকো টাওয়ার, গুলিস্তান ও পুরান ঢাকার ইসলামপুরে। দেশি জায়নামাজের দাম শুরু ১০০ টাকা থেকে ৩০০ টাকা। নিতে পারেন আমদানি করা জায়নামাজও, দাম ৩৫০ টাকা থেকে ৬০০ টাকা।
ঢাকা আহ্ছানিয়া তাঁতঘরে জাকাত হিসেবে দেওয়ার জন্য পাঞ্জাবি পাবেন ৫০০ টাকা থেকে ১ হাজার ২৫০ টাকা। ইসলামপুর ও নিউমার্কেটে জাকাতের পাঞ্জাবি পাবেন ২৫০ টাকা থেকে ৭৫০ টাকা।এছড়া গুলিস্তানের এনেক্সকো টাওয়ার ও নিউমার্কেটসংলগ্ন নূর ম্যানশন মার্কেটে পাঞ্জাবি পাবেন ৪০০ টাকা থেকে এক হাজার টাকা। ধানমন্ডি হকার্স মার্কেটে পাঞ্জাবি মিলবে ৪৫০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা।