শিরোনাম
স্পেশাল ডেস্ক
প্রকাশ: ১৫:৪১, ৬ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৯:৩৩, ৬ অক্টোবর ২০২৪
অনুশীলনে বাংলাদেশ দল
আজ রবিবার শুরু হচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রের শ্রীমাণ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
ভারতের বিপক্ষে বাংলাদেশ ইতিমধ্যেই টেস্ট সিরিজে পেয়েছে হোয়াইটওয়াশ স্বাদ। এই ম্যাচকে ঘিরে আছে আরও কিছু জটিলতা। ভারত-বাংলাদেশ ম্যাচ ছাপিয়ে আরও একটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশে গত আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর হিন্দুদের ওপর হামলা–নির্যাতনের অভিযোগ এনে রবিবার ম্যাচটি বাতিলের দাবি তুলেছে ভারতের কট্টরপন্থী কিছু সংগঠন। এমনকি ম্যাচ আয়োজন বন্ধ করতে হিন্দু মহাসভা ‘গোয়ালিয়র বন্ধ’ –এর ডাকও দিয়েছে। তবে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে পুরো শহরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় আইন শৃঙ্খলাবাহিনী।
বাংলাদেশ ও ভারতের ম্যাচের আগে পিচ নিয়েও আছে নানা আলোচনা। দীর্ঘ ১৪ বছর পর গোয়ালিয়রে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। তবে সংস্কারের পরই শ্রীমাণ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। এর আগে ২০১০ সালে সর্বশেষ এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিল ভারত। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট না চলা এই মাঠের পিচ টি-টোয়েন্টি বান্ধব হবে না বলেই অনেকের ধারণা। কারণ টি-টোয়েন্টি জমে উঠে রান উৎসবে। পিচ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) এক কর্মকর্তা জানিয়েছেন, ‘জুন মাসে এখানে ১২টি (টি-টোয়েন্টি) ম্যাচ হয়েছিল, চার ইনিংসে ২০০–এর বেশি রান ওঠে। তবে গড় রান কম হয়েছিল, কারণ তিন-চারটি ম্যাচে বৃষ্টির কারণে বিঘ্ন ঘটে। এই পিচ ব্যাটারদের সহায়তা দেয় এবং রবিবারও সেটি বদলাবে না।’
উল্লেখ্য যে, ২০১৯ সালের সর্বশেষ সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১৪ টি-টোয়েন্টি খেলে ওই একটি ম্যাচেই জিতেছিল লাল-সবুজরা।
সাকিব আল হাসানের বদলে ১৪ মাস পর টি-টোয়েন্টিতে ফিরতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সম্ভবত সাকিবের জায়গাতেই তিনি ব্যাটিং করবেন। যেহেতু গোয়ালিয়র উইকেট ব্যাটিং বান্ধব, পাশাপাশি এখানে পেসারদের দাপট থাকে, ওই কারণে একাদশে তিনজন পেসারকে দেখা যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।