শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৩:০৮, ৩ ডিসেম্বর ২০২৪
ক্যারিবিয়ান ব্যাটারদের নাকানি-চুবানি খাইয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন বাংলাদেশের নতুন পেস সেনসেশন নাহিদ রানা। তার এই কীর্তিতে দারুণ খুশি বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।
তরুণ এই পেসারের প্রশংসা করে তিনি বলেন, ‘ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করলে উইকেট তো পাবেনই। আমি জানতাম-ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ অবশ্যই সে পাবে। আমাদের ওকে দেখেশুনে রাখতে হবে। এ কারণেই ও প্রথম ম্যাচে খেলেনি।’
এদিকে ম্যাচ শেষে নাহিদ রানার একটি ভিডিও প্রকাশ করে বিসিবি। ক্যারিবিয়ান পিচে কীভাবে সফল হয়েছেন, জানিয়ে তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা এখানে অনেক কিছু চেষ্টা করে, তাই বোলারদের বেশি কিছু চেষ্টা না করে লাইন টু লাইন বোলিং করা ভালো।’
উল্লেখ্য, ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৬১ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন তিনি। তার বিধ্বংসী বোলিং-এ ১৪৬ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস।