শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯:২৭, ৪ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৯:৪৫, ৪ ডিসেম্বর ২০২৪
দীর্ঘ ক্যারিয়ারে কখনও লাল কার্ড দেখে সেন্ট অফ হওয়ার মতো ঘটনা দেখতে হয়নি। ৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে সেটাই দেখলেন বায়ার্ন মিউনিখ গোলকিপার ম্যানুয়েল নয়্যার। জার্মান কাপে শেষ ষেলোর লড়াইয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ৩৮ বছর বয়সী গোলকিপারকে।
শুধু তাই নয়, ২০বারের জার্মান কাপ জয়ী বায়ার্ন ও বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেনের মধ্যকার ম্যাচে শেষ হাসি হেসেছে লেভারকুসেন। তারা জিতেছে ১-০ গোলে। পুরো ম্যাচেই ছিল উত্তেজনা। প্রথম ২২ মিনিটেই রেফারি হার্ম ওসমার্সকে নয়্যারের একটি লাল কার্ডের বিপরীতে ৩টি হলুদ কার্ড দেখাতে হয়েছে।
ঘটনাটা ঘটে ম্যাচের শুরুর দিকে ১৮ মিনিটে। চিরচেনা ভঙ্গিতে প্রতিপক্ষকে রুখে দেওয়ার জন্য বক্স থেকে বের হয়ে আসেন নয়্যার। তখনই ঘটে অঘটন। আগুয়ান প্রতিপক্ষ ডিফেন্ডর জেরেমি ফ্রিম্পংকে রুখে দিতে গিয়েছিলেন নয়্যার। কিন্তু বায়ার্ন গোলকিপারের ছুটে যাওয়ার পর তার ধাক্কায় বাজেভাবে ফাউলের শিকার হন ফ্রিম্পং। এই ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন নয়্যার। তখন মাঠে অভিষেক হয় ইসরায়েলি গোলকিপার ড্যানিয়েল পেরেটজের।
চোটের কারণে এমনিতেই দলের বাইরের ছিলেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। একজন কম নিয়ে তারপরও লেভারকুজেনের বিপক্ষে ভালো লড়াই করছিলো ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। প্রায় ৬০ শতাংশ বল নিজেদের পায়ে রাখলেও শেষে বাজিমাত করে শাবি আলন্সোর দল । ৬৯তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার নাথান টেলা। ম্যাচের পর নয়্যার বলেন, ‘এটা আমাদের জন্য খুব কষ্টকর। লাল কার্ডটিই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। আমি দুঃখিত।’
অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মাঠ ছাড়ার সময় অনুতপ্ত দেখা যায় নয়্যারকে। বের হওয়ার সময় কোচকে সেটা ইঙ্গিতেও বুঝিয়েছেন। ক্লাব বা জাতীয় দলের হয়ে এর আগে কখনোই এমন বাজে পরিস্থিতির মুখে পড়েননি। ক্যারিয়ারে ২৩ বার হলুদ কার্ড দেখলেও সরাসরি লাল কার্ডের ঘটনায় বিব্রত হতে দেখা যায় তাকে।
ম্যানুয়েল নয়্যার ডুবিয়েছেন তার পুরো ক্লাব বায়ার্নকে। মেনে নিয়েছেন নিজের গাফিলতি। ফলস্বরূপ, ২০ বারের জার্মান কাপ জয়ীরা হেরেছে লেভারকুসেনের কাছে।