শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩:১৬, ১৪ জানুয়ারি ২০২৫
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা সারা
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার সংসারে ভাঙনের সুর বাজছে। ৩০ বছর একসঙ্গে জীবন কাটানোর পর আলাদা হয়ে গেছেন গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা সারা। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
জানা যায়, গত বছরের ডিসেম্বরে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। কেবল মাত্র পরিবারের সদস্য ও কাছের বন্ধুবান্ধবদের কাছে গার্দিওলা ও সারা তাদের আলাদা হওয়ার বিষয়টি জানিয়েছেন। । তবে ছাড়াছাড়ি হলেও দুজন হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। এমনকি তিন সন্তানকে নিয়ে গত বড়দিনও একসঙ্গে কাটিয়েছেন তারা।
ভীষণ বাজে সময়ের মধ্যদিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা ২০১৪ সালে সারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তারা একসঙ্গে থাকা শুরু করেন ১৯৯৪ সাল থেকে। এই জুটির তিন সন্তান মারিয়া (২৪), মারিউস (২২) এবং ভ্যালেন্তিনা (১৭)।
২০১৯ এর এক প্রতিবেদনে জানা গিয়েছিল, নিজের ফ্যাশন বিজনেস দেখাশোনা করতে সারা ম্যানচেস্টার ছেড়ে এই দম্পতির এক সন্তানকে নিয়ে বার্সেলোনায় ফিরে গেছেন।
এরপর থেকেই তিনি কাতালান রাজধানী এবং লন্ডনের মধ্যে তার সময় ভাগাভাগি করে নিয়েছিলেন। অন্যদিকে ম্যানচেস্টারে গার্দিওলাও নিজের চুক্তির মেয়াদ পূর্ণ করছিলেন। এবার এই জুটি নিজেদের আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আপাতত গার্দিওলা সিটিকে প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফেরানো নিয়ে মনযোগী বলে জানা গেছে। এই মুহূর্তে সিটি লিগ টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে।