শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩:৫১, ১৪ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৩:৫৫, ১৪ জানুয়ারি ২০২৫
কাই হাভার্টজ ও তার স্ত্রী সোফিয়া
পেনাল্টি মিস করা যেন কাল হলো আর্সেনালের জার্মান তারকা কাই হাভার্টজের। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ার পাশাপাশি খেলোয়ারের স্ত্রী ও অনাগত সন্তানকে খুনের হুমকি দেয়ায় আতংকিত তার পরিবার।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছে জার্মান ফুটবলার হাভার্টজে স্ত্রী সোফিয়া। তিনি লিখেছেন, ‘আমাকে আর আমার গর্ভস্থ সন্তানকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। এক জন লিখেছেন, আমাদের বাড়িতে এসে দু’জনকে খুন করবেন। আবার এক জন প্রার্থনা করেছেন, আমার সন্তান যেন নষ্ট হয়ে যায়। এই ঘটনায় আমরা আতঙ্কিত। কী করব বুঝতে পারছি না।’
তিনি আরও লিখেছেন, ‘খেলায় হার-জিত থাকেই। কেউ ইচ্ছা করে হারে না। খেলোয়াড়দের একটু সম্মান করুন। সকলের ব্যক্তিগত জীবন আছে। পরিবার আছে। এই ধরনের কথায় এক জন ফুটবলারের মনের কী অবস্থা হয় সেটা বোঝার চেষ্টা করুন।’
এদিকে আর্সেনাল এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। এ ঘটনার মূল হোতার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, এফএ কাপের রুদ্ধশ্বাস ম্যাচে ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেয় আর্সেনাল। টাইব্রেকারে আর্সেনালের জার্মান তারকা কাই হাভার্টজের পেনাল্টি ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক। হাভার্টজের পেনাল্টি মিস-ই ব্যবধান গড়ে দেয় দুই দলের মধ্যে। এরপর সমালোচনার মুখে পড়েন জার্মান তারকা।