শিরোনাম
প্রকাশ: ১৭:৪৫, ২৯ জানুয়ারি ২০২৫
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না দুর্বার রাজশাহীর। প্রথমে পেমেন্ট, পরে একে একে অনুশীলন ও ম্যাচ বর্জনের পর এবার নতুন বিতর্কে জড়ালো দলটি। নতুন অভিযোগ, স্থানীয় ক্রিকেটারদের হোটেল ছেড়ে বাসায় থাকার অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিশেষ করে স্থানীয় ক্রিকেটার, যাদের বাসা ঢাকায় অবস্থিত তাদের হোটেল ছাড়ার অনুরোধ করা হয়েছে। কিছুদিন বাসায় কাটিয়ে আগামী পহেলা ফেব্রুয়ারি আবারও হোটেলে প্রবেশের কথা বলা হয়েছে ক্রিকেটারদের।
গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়ে যাওয়ায় আপাতত কোনো ম্যাচ নেই রাজশাহীর। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে প্লে-অফের রেসে। চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের মধ্যকার কোনো একটি পা হড়কালেই কোয়ালিফায়ার নিশ্চিত করবে পদ্মাপাড়ের দলটি। তাই প্লে-অফ নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত হয়তো হোটেলের পেছনে খরচ করতে চায় না মালিকপক্ষ।
এর আগে, ম্যাচের দিন হোটেল বদল করে তীব্র সমালোচনার মুখে পড়ে দলটির মালিকপক্ষ। এবার ক্রিকেটারদের স্বেচ্ছায় হোটেল ছাড়ার অনুরোধ করে নতুন বিতর্কের মুখে দুর্বার রাজশাহী।