শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৪, ৩১ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১১:২৭, ৩১ জানুয়ারি ২০২৫
কোচ-খেলোয়াড়দের দ্বন্দ্ব
কোচ-খেলোয়াড়দের দ্বন্দ্বে দৃশ্যমান জটিল পরিস্থিতি নিরসনে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বাফুফেকে নির্দেশ দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এ ঘটনায় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে চিঠি পাঠায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতেই বাফুফের জরুরি কমিটির সভা অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি। বাফুফে সভাপতি লন্ডন থেকে এ সভায় যোগ দেন।
ফুটবলের যেকোন সংকট নিরসনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতির সমন্বয়ে জরুরি কমিটি রয়েছে বাফুফে। সেখানেই ৭ সদস্যের কমিটি গঠন আর কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
জরুরি কমিটির সভায় নারী ফুটবলের উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে। কমিটির ডেপুটি চেয়ারম্যান বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিম। সদস্যরা হলেন-বাফুফের দুই নির্বাহী সদস্য ছাইদ হাছান কানন ও সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী নুসরাত এদিব লুনা এবং সরকারি দুই কর্মকর্তা হুমায়ন খালিদ ও আতিকুর রহমান।
এই পরিস্থিতিতে নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংকট নিরসনে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বাফুফে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।