শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৫:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫
নতুন বলে আরো একবার ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারাল বাংলাদেশ। সৌম্য সরকারের পর নাজমুল হোসেন শান্তও ডাক খেয়েছেন। ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২ রান। ২ রান নিয়ে উইকেটে আছেন তানজিদ হাসান তামিম। অপর অপরাজিত ব্যাটার মেহেদি হাসান মিরাজ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় টাইগাররা। ইনফর্ম এই ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। মোহাম্মদ শামির করা ওভারের শেষ বলটি অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে ছিল। সেখানে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে টাইমিং করতে পারেননি। ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষক লোকেশ রাহুলের গ্লাভসে।
প্রথম ওভারেই উইকেট হারানো বাংলাদেশ তাকিয়ে ছিল তিনে নামা শান্তর দিকে। তবে হতাশ করেছেন অধিনায়ক। সৌম্যের পথ ধরেই ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন তিনি।