ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

ওয়াইডের রেকর্ড গড়লেন সামি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ওয়াইডের রেকর্ড গড়লেন সামি

বলের ওপর নিয়ন্ত্রণ নিয়ে বেশ সুনাম আছে মোহাম্মদ শামির। ভারতীয় এই পেসারই কি না আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে দিলেন পাঁচটি ওয়াইড। সবমিলিয়ে প্রথম ওভার শেষ করার জন্য ১১ বার দৌড়ে আসতে হয়েছে তাঁকে। চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ভারতীয় বোলারের এটাই দীর্ঘতম ওভার।

ওয়ানডেতে শামির আগে কোনো ভারতীয় বোলারই এক ওভারে পাঁচটি ওয়াইড দেননি। ওয়ানডেতে সর্বোচ্চ ওয়াইড দেওয়ার রেকর্ডটি অবশ্য পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির। ২০০৪ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে এক ওভারে সাতটি ওয়াইড দিয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়, একই ওভারে নো বল করেছেন চারটি। সবমিলিয়ে ওভার শেষ করার জন্য ১৭ বল লাগে তাঁর। সেই ওভারে ২২ রান হজম করতে হয়েছে তাঁকে।

শামি ১১ বল করলেও তাঁর প্রথম ওভার থেকে কেবল ৫ রান আসে। ইনজুরি থেকে ফেরার পর ভালোই ছন্দে আছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৫৩ রানে শিকার করেছেন ৫ উইকেট। পাকিস্তানের বিপক্ষে যদিও এখনো উইকেট পাননি তিনি। প্রথম তিন ওভার করার পর কিছুটা অস্বস্তি বোধ করেন পায়ে। তবে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দ্বিতীয় স্পেল শুরু করেন এই পেসার।

দুবাই স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভারে ২ উইকেটে ৭৪ রান করেছে পাকিস্তান। বাবর আজম হতাশ করেছেন এই ম্যাচেও। ২৬ বলে ৫ চারে ২৩ রানে হার্দিক পান্ডিয়ার শিকার হন তিনি। ফখর জামানের পরিবর্তে সুযোগ পাওয়া ইমাম উল হক বিদায় নেন ১০ রানেই।

আরও পড়ুন