শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬:২২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে নিজেদের শেষ ম্যাচ খেলে পরদিনই দেশে ফিরবে বাংলাদেশ দল। এরপর বাংলাদেশ তাদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ খেলতে মে মাসের শেষের দিকে আবার এই পাকিস্তানেই যাবে। সেই সিরিজে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে বাংলাদেশের পরবর্তী সাক্ষাৎটি হয়ে যাবে এর পরপরই। বিসিবির প্রস্তাবে রাজি হয়ে জুন-জুলাইয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পর জুলাই-আগস্টে বাংলাদেশে এসে আরেকটি তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
দুবাইয়ে গত রোববার চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ উত্তেজনাও ছড়াতে না পারলেও সেই সন্ধ্যায় কিছুটা উত্তেজনাপূর্ণ আবহই নাকি ছিল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের রয়্যাল লাউঞ্জে। অবশ্য এ উত্তেজনাও ভারত-পাকিস্তানের মধ্যেই।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান প্রধান শ্রীলঙ্কার শাম্মী সিলভা দায়িত্ব নিয়েছেন গত বছরের ৬ ডিসেম্বর। তাঁর উত্তরসূরি হিসেবে এসিসির আগামী বার্ষিক সভায় নতুন প্রধানের দায়িত্ব নেওয়ার কথা পিসিবিপ্রধান মহসিন নাকভির।
তবে চিরাচরিত প্রথা অনুযায়ী এখানেও একটা চাপা বিরোধিতা ছিল ভারতের। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের এসিসির দায়িত্ব নেওয়ার পথে ভারতের বাধা হয়তো টিকছে না। রীতি মেনে মহসিন নাকভিই আসছেন এসিসিপ্রধানের পদে। এসিসির আগামী বার্ষিক সভায় সেটি আনুষ্ঠানিকতা পাওয়ার কথা।
ভারতে ক্রিকেটের বিশাল বাজারের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সব দেশকেই ভারতীয় শক্তিকে ‘ম্যানেজ’ করে চলতে হয়। উপমহাদেশের দেশগুলোর ক্ষেত্রে সেটা আরও বেশি। চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে করা নিয়ে যেমন এবার পাকিস্তানকেও মানতে হয়েছে তাদের শর্ত। এক ভারত ছাড়া অন্য প্রায় সব দলকেই টুর্নামেন্টটা খেলতে হচ্ছে পাকিস্তান-আমিরাত উড়ে উড়ে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কূটনীতিতে নিজেদের অবস্থান শক্ত করতে উদ্যোগী হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়নস ট্রফিটা সুষ্ঠুভাবে শেষ করতে পারলে তা হবে সেদিকে তাদের একটি বড় পদক্ষেপ। পিসিবি এসিসির দায়িত্ব নিলে সেটাও হবে একটা অগ্রগতি। পাশাপাশি ভারতের বাইরে অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে মহসিন নাকভির বোর্ড।