ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

জেল থেকেও পাকিস্তান ক্রিকেটের ‘ধ্বংস’টের পাচ্ছেন ইমরান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

জেল থেকেও পাকিস্তান ক্রিকেটের ‘ধ্বংস’টের পাচ্ছেন ইমরান

চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক পাকিস্তান এক ম্যাচ হাতে রেখে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।এর আগে ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেয় পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বে ভালো ক্রিকেট খেলতে পারেনি দলটি। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েষ্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপেও গ্রুপ পর্বে বিদায় নিতে হয় পাকিস্তানের।

ধারাবাহিক পাকিস্তান ক্রিকেটের এমন অধঃপতনে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ-এর (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক জেলে বসেও পাকিস্তান ক্রিকেটের ধ্বংস টের পাচ্ছেন। এজন্য পিসিবির অব্যবস্থাপনাকে দায়ী করেছেন তিনি।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড প্রাপ্ত ইমরান খান টিভিতে ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখেছেন। মঙ্গলবার জেল গেটের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান ইমরানের বোন আলিমা খান। তার ভাষ্যে, ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের সর্বত্র পছন্দের ব্যক্তি বসানো হয়েছে। তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এভাবে চললে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট ধ্বংস হয়ে যাবে।’ 

আলিমার ভাষ্যে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে, উনি ক্রিকেট সম্পর্কে কতটা অভিজ্ঞ।’ পিটিআই-এর মহাসচিব সালমান আকরাম জানান, পাকিস্তানের খেলা দেখে ইমরান খান দুঃখ পেয়েছেন। সালমান বলেন, ‘ক’বছরের মধ্যেই পাকিস্তানে ক্রিকেটটাকে তামাশায় পরিণত হয়েছে।’

আরও পড়ুন