শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:২৩, ১৩ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:৩১, ১৩ মার্চ ২০২৫
বৃহস্পতিবার (১৩ মার্চ) অস্ট্রেলিয়ার সাবেক এই টেস্ট ক্রিকেটার কোকেন সরবরাহে অংশ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
২০২১ সালের ঘটনা। সাবেক এই লেগ স্পিনার তাঁর ব্যক্তিগত কোকেন ডিলারের সাথে এক সহযোগীর পরিচয় করিয়ে দেন। পুলিশের অভিযোগ ছিলো সে সময় ওই ২ জন মিলে ২ লাখ মার্কিন ডলারের মাদকের চুক্তির সঙ্গে জড়িত হয়েছিলেন।
যদিও ম্যাকগিল পরবর্তী লেনদেনে জড়িত ছিলেন না, তবে একটি বিচারক প্যানেল তাকে নিষিদ্ধ মাদক সরবরাহে জেনেবুঝে অংশ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছে বলে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে।
তবে ৫৪ বছর বয়সী এই সাবেক স্পিনারের বিরুদ্ধে বাণিজ্যিক পরিসরে মাদক সরবরাহের যে অভিযোগ ছিলো সেখান থেকে খালাস পেয়েছে।
উল্লেখ্য, ম্যাকগিল অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ৪৪টি টেস্ট খেলেছেন ম্যাকগিল। ৪৪টি টেস্ট ম্যাচে তিনি গড়ে ২৯.০২ রান ও ২০৮ উইকেট পান। তাকে প্রতিভাবান ভাবা হতো। কিন্তু ওই সময় সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নের দ্যুতিতে আড়ালে পড়ে যান তিনি।