শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১০, ১৪ মার্চ ২০২৫ | আপডেট: ১২:৪১, ১৪ মার্চ ২০২৫
প্রথমবার জ্যামাইকায় খেলতে যাওয়া মেসিকে নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। আর সেই দর্শকদের হতাশ করেননি আর্জেন্টাইন এই তারকা। যদিও ম্যাচের প্রথম গোলটি আসে সুয়ারেজের পা থেকে। ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন উরুগুয়ের এই তারকা।
এরপর দ্বিতীয় হাফে সেই সুয়ারেজের বদলি হিসেবেই মাঠে নামেন মেসি। আর মেসি গোল পান ম্যাচে বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটে পৌঁছে গেছেন মেসিরা।
ক্যাভালিয়েরের বিপক্ষে করা এই গোলের পর মায়ামির হয়ে মেসির গোল সংখ্যা এখন ৩৭। পাশাপাশি মেসির ক্যারিয়ারে এটি ৮৫৩তম গোল।