ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

৩০ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

চলতি বছর বাংলাদেশ সফরে আসছে ভারত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩৯, ১৪ মার্চ ২০২৫

চলতি বছর বাংলাদেশ সফরে আসছে ভারত

টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে ভারত, এর মধ্যে দুটিতেই তারা শিরোপা জয় করেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হলেও একই ফরম্যাটে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। সবমিলিয়ে ক্রিকেটে ভারতের চেয়ে সুসময় আর কারও যাচ্ছে না। এরই মাঝে চলতি বছরের বাকি সময়ের জন্য ভারত বিভিন্ন দেশের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা করেছে। তালিকায় আছে বাংলাদেশ সফরও। 

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে ভারত ২৭টি ওয়ানডে খেলবে। এর মধ্যে চলতি বছর ৯টি এবং বাকি ১৮ ওয়ানডে হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে। পরবর্তীতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। ভারত মেগা টুর্নামেন্টটির আগপর্যন্ত নিজেদের ওয়ানডে সিরিজ খেলার প্রাথমিক পরিকল্পনা করেছে, তবে তাদের সেই এফটিপি সূচিতেও পরিবর্তন আসতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের আগস্টে বাংলাদেশে সফর করতে পারে রোহিত-কোহলি-বুমরাহরা। যেখানে টাইগারদের সঙ্গে তাদের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। যদিও সেই সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। এ ছাড়া ২০২৫ সালে আরও দুটি ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে এবং নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই অবসর নেওয়ার গুঞ্জন ছিল দুই ভারতীয় অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির। তবে সেই পথে না হাঁটায় দুজনেই তাদের ওয়ানডে ক্যারিয়ার আরও লম্বা করবেন বলেই ধারণা করা হচ্ছে। এমনকি শোনা যাচ্ছে রোহিত-কোহলির পরিকল্পনায় রয়েছে ২০২৭ বিশ্বকাপও। ওই বছরের অক্টোবর-নভেম্বরে আফ্রিকান ভূমিতে আইসিসির এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে। এখন থেকেই ‍টুর্নামেন্টটিকে গুরুত্ব দিয়ে ৮ দলের সঙ্গে ৩ ম্যাচের ৯টি ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা সাজাচ্ছে ভারত।

২০২৭ বিশ্বকাপের আগে ভারত যেসব ওয়ানডে খেলতে পারে:

আগস্ট, ২০২৫ : প্রতিপক্ষ বাংলাদেশ (৩ ওয়ানডে, অ্যাওয়ে)

অক্টোবর, ২০২৫ : প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (৩ ওয়ানডে, অ্যাওয়ে)

নভেম্বর, ২০২৫ : প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (৩ ওয়ানডে, হোম)

জানুয়ারি, ২০২৬ : প্রতিপক্ষ নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, হোম)

জুন, ২০২৬ : প্রতিপক্ষ আফগানিস্তান (৩ ওয়ানডে, হোম)

জুলাই, ২০২৬ : প্রতিপক্ষ ইংল্যান্ড (৩ ওয়ানডে, অ্যাওয়ে)

সেপ্টেম্বর, ২০২৬ : প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (৩ ওয়ানডে, হোম)

নভেম্বর, ২০২৬ : প্রতিপক্ষ নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, অ্যাওয়ে)

ডিসেম্বর, ২০২৬ : প্রতিপক্ষ শ্রীলঙ্কা (৩ ওয়ানডে, হোম)

আরও পড়ুন