ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫

৩০ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

দুই বছরের কন্যাকে হারালেন আফগান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২০:০৩, ১৪ মার্চ ২০২৫

দুই বছরের কন্যাকে হারালেন আফগান ক্রিকেটার

শোকের ছায়া নেমে এসেছে আফগানিস্তানের ক্রিকেট মহলে। দু’বছর বয়সী কন্যাকে হারালেন আফগান ব্যাটার হজরতউল্লাহ জাজাই। আফগানিস্তানের জাতীয় দলের ক্রিকেটার করিম জানাত সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃসংবাদ দিয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) ইনস্টাগ্রাম পোস্টে জানাত লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতউল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছে। এই অবিশ্বাস্য কঠিন সময়ে জাজাই ও তার পরিবারের জন্য আমি গভীরভাবে মর্মাহত। এই শোকের সময়ে তাদের আপনার প্রার্থনায় রাখুন। হজরতউল্লাহ জাজাই ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা।’ ঠিক কী কারণে জাজাইয়ের শিশুকন্যার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাজাইয়ের। দেশের হয়ে এখনও পর্যন্ত ১৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। গত বছর ডিসেম্বরে শেষ জাতীয় দলের হয়ে খেলেন। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির আফগানিস্তান দলে ছিলেন না এই ওপেনার ব্যাটার।

আরও পড়ুন