ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

আরও চার নারী ফুটবলার যাচ্ছেন ভুটানে

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৬:৩৩, ২৯ মার্চ ২০২৫ | আপডেট: ১৬:৫৬, ২৯ মার্চ ২০২৫

আরও চার নারী ফুটবলার যাচ্ছেন ভুটানে

রূপনা-মাসুরাদের পর ভুটানের লিগে খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশ নারী দলের আরও চার ফুটবলার। তারা প্রস্তাব পেয়েছেন পারো এফসি থেকে।

চলতি মাসেই ভুটানের ক্লাব ট্রন্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীন। এবার ভুটান প্রিমিয়ার লিগে পাঁচবারের চ্যাম্পিয়ন পারো এফসির হয়ে খেলবেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা , মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন। তাদেরকে এরই মধ্যে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৬ এপ্রিল ভুটানের উদ্দেশে বিমান ধরবেন এই ফুটবলাররা।

নারী ফুটবলারদের বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা নতুন নয়। এর আগে মালদ্বীপের লিগ সহ ভারতের লিগও খেলেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এর আগেও পারো এফসির হয়ে এএফসি নারী উমেন্স চ্যাম্পিয়ন্স লিগও খেলেছেন ঋতুপর্না ও মনিকারা।
 

আরও পড়ুন