শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:২৮, ৩০ মার্চ ২০২৫ | আপডেট: ১১:৩৪, ৩০ মার্চ ২০২৫
বাংলাদেশ সময় আজ রোববার (৩০মার্চ) ভোরে ইন্টার মায়ামির হয়ে ৫৫ মিনিটে মাঠে নামেন মেসি। নামার দুই মিনিটের মধ্যে গোল করেন আর্জেন্টাইন তারকা। প্রায় দুই সপ্তাহ পর মাঠে নেমে গোল পেলেন লিওনেল মেসি। তার গোলে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে শীর্ষস্থানে চলে এসেছে দক্ষিণ ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি।
আজকের ম্যাচে রবার্ট টেলরের গোলে প্রথমার্ধে ১-০ তে এগিয়ে ছিল মেসির ক্লাব। ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে দানিয়েল গাজদাগ ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ইন্টার মায়ামিই জেতে ম্যাচটা। ইন্টার মায়ামি এখন পর্যন্ত এমএলএসে ৫ ম্যাচ খেলে একটাও হারেনি, সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচেও অপরাজিত তারা।
তবে এই মৌসুমে এটি মেসির তৃতীয় ম্যাচে দ্বিতীয় গোল। এবারের এমএলএস মৌসুমে মেসি যে তিন ম্যাচ খেলেছেন, প্রতিটিতেই গোল অথবা গোলে সহযোগিতা করে অবদান রেখেছেন।
দুই সপ্তাহ আগে অ্যাটলান্টার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ ঊরুতে চোট পান মেসি। সঙ্গে পেশির চোটও ছিল। ফলে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। তবে ফিফা উইন্ডো চলাকালীন ইন্টার মায়ামির কোনো ম্যাচ না থাকায় ক্লাবের হয়ে কোনো ম্যাচ মিস করেননি তিনি।