ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

লা লিগার শীর্ষে থাকার লড়াইয়ে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:৫৬, ৩০ মার্চ ২০২৫ | আপডেট: ১১:৩৭, ৩০ মার্চ ২০২৫

লা লিগার শীর্ষে থাকার লড়াইয়ে রিয়াল মাদ্রিদ

ম্যাচ হারলেই শিরোপা জয়ের দৌড়ে পিছিয়ে পড়তে হবে রিয়াল মাদ্রিদের। এমন অবস্থায় লেগানেসের বিপক্ষে কোনো ভুল করেনি রিয়াল, প্রত্যাশিত জয় তুলে নিয়েছে। ৩-২ গোলে জয়ে সমান হয়েছে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের হিসাব।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুদলেরই পয়েন্ট এখন ৬৩ করে। কিন্তু ২৯ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে কাতালান ক্লাবটি, তাই শীর্ষস্থানটি বার্সেলোনার দখলেই। 

এদিকে রিয়াল মাদ্রিদ লেগানেসকে ৩-২ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ঘুচিয়ে ফেলেছে। সান্তিয়াগো বার্নাব্যুতে এক রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়ে কার্লো আনচেলত্তির দল বার্সার ওপর চাপ তৈরি করেছে।

আনচেলত্তি ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েসকে বেঞ্চে রেখেছিলেন, কারণ তারা কয়েকদিন আগে জাতীয় দলের হয়ে খেলেছেন। এমবাপ্পে ও ব্রাহিম দিয়াজ আক্রমণভাগের দায়িত্ব নেন। ম্যাচের শুরুতেই রিয়ালকে এক বিতর্কিত পেনাল্টি দেওয়া হয়, যেখানে অস্কার রদ্রিগেজের সঙ্গে আর্দা গুলারের লড়াই হয়। এমবাপ্পের নিখুঁত শটে রিয়ালকে এগিয়ে নেন। তবে কয়েক সেকেন্ড পরেই ডিয়েগো গার্সিয়া গোল করে লেগানেসকে সমতায় ফেরান। সমতায় ফেরা দলটি প্রথমার্ধে লিডও নিয়ে নেয় রাবার ৪১ মিনিটের গোলে। কিন্তু জয়টা রিয়ালের ভাগ্যেই লেখা ছিল।

বিরতি থেকে ফিরেই জুদ বেলিংহ্যাম ব্যবধান সমান করেন। ৭৬ মিনিটে বক্সের একটু বাইরে ফ্রি কিক পায় রিয়াল। কিলিয়ান এমবাপ্পে শট নেন। ফ্রান গার্সিয়াকে একটু বাড়িয়ে দিয়ে নেওয়া শট সরাসরি জাল খুঁজে নেয়। রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপ্পের এটা ৩৩তম গোল, যা রিয়ালে রোনালদোর অভিষেক মৌসুমের গোলসংখ্যার সমান।

রোনালদোকে ধরা এমবাপ্পে ম্যাচশেষে বলেন, ‘৩৩ গোল করে রোনালদোকে ধরতে পেরে আমি খুব খুশি। আমরা জানি সে আমাদের কাছে কী। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রিয়াল মাদ্রিদের জন্য শিরোপা জেতা।’

আরও পড়ুন