ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয় দলে খেলতে চাচ্ছেন না জাহানারা

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৩:২৮, ৩০ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:১৯, ৩০ মার্চ ২০২৫

জাতীয় দলে খেলতে চাচ্ছেন না জাহানারা

জাতীয় নারী ক্রিকেট দলে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত না থাকার কারণে চুক্তি থেকে সরে গেলেন পেসার জাহানারা আলম। গত ৭ মার্চ বিসিবি নারী উইং তাকে ইমেইল করে তার অবস্থান সম্পর্কে জানতে চায়। জবাবে তিনি জানান, তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত নন এবং চুক্তি থেকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ করেন।

জাহানারা গণমাধ্যমকে বলেন, ‘আমি আগেই জানিয়েছিলাম যেন আমাকে চুক্তিতে রাখা না হয়। কয়েকদিন আগে বিসিবি আবার ইমেইল করেছিল, তখনও আমি বলেছি যে আমি এখনো জাতীয় দলে ফেরার অবস্থায় নেই। আমাকে আরও সময় দরকার, তাই আমি চুক্তি থেকে বাদ দেওয়ার অনুরোধ করেছি।’

জাহানারা বর্তমানে অস্ট্রেলিয়ায় সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে ক্লাব ক্রিকেট খেলছেন। ক্লাবের আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছেন এবং বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

এই অভিজ্ঞ পেসার ২০১১ সালে জাতীয় দলে অভিষিক্ত হয়েছিলেন। তিনি শেষবার বাংলাদেশ দলের হয়ে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। এরপর থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন। 

জাহানারা তার ক্যারিয়ারে ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি খেলেছেন। এক বছর পর ২০২৪ সালের জুলাই মাসে তিনি জাতীয় দলে ফিরেছিলেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন, তবে কোনো ম্যাচ খেলতে পারেননি। তিনি বাংলাদেশের সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও ছিলেন, যেখানে টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে ম্যাচগুলিতে তাকে মাঠে নামানো হয়নি।
 

আরও পড়ুন