শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৮:০৫, ৩০ মার্চ ২০২৫ | আপডেট: ১৯:২২, ৩০ মার্চ ২০২৫
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে বর্ণনা দিয়েছেন ওয়ার্নের মৃত্যুর সময়ের ঘটনা। থাইল্যান্ডের কো-সামুই দ্বীপের যে ঘরে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন, সেই ঘরে একটি বোতল পাওয়া গিয়েছিল বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, আমাদের ওপর মহল থেকে আদেশ এসেছিল বোতলটা সরিয়ে নেয়ার। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষও হয়তো চায়নি তাদের কিংবদন্তির শেষ জীবনে কলঙ্কের দাগ লাগুক। তাই শেষ পর্যন্ত প্রতিবেদন তৈরি করা হয় যে ওয়ার্ন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জানা গেছে, ওয়ার্নের ঘরে কামাগ্রা নামে উত্তেজক পদার্থ ছিলো। ডেইলি মেইলকে পুলিশ কর্মকর্তা বলেন, ‘কামাগ্রার কথা কেউ বলেননি। তবে এর পেছনে অনেক শক্তিশালী অদৃশ্য হাত রয়েছে। আমরা জানি না ওয়ার্ন সেই ওষুধ কী পরিমাণে খেয়েছিলেন। তবে ঘটনাস্থলে রক্ত ও বমি ছিল।’
২০২২ সালের ৪ মার্চ ৫২ বছর বয়সে থাইল্যান্ডের কো-সামুই দ্বীপে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন ওয়ার্ন।