শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৫:০৬, ৩১ মার্চ ২০২৫ | আপডেট: ১৬:৩২, ৩১ মার্চ ২০২৫
সৌদি আরবে গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নিতে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাকে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি বাণিজ্যিক দিক থেকেও তিনি সবচেয়ে বড় ক্রীড়াবিদদের একজন।
সৌদি আরবের বিভিন্ন বিশেষ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠান রোনালদো। ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গেও তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। ঈদ উপলক্ষে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন-‘ঈদ মোবারক! এই বিশেষ সময় আপনাদের এবং আপনাদের প্রিয়জনদের জন্য সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনুক।’
মাঠে ৪০ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে রয়েছেন রোনালদো। চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ৩৩ ম্যাচে ২৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি।