শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৬:১০, ১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:৩২, ১ এপ্রিল ২০২৫
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল ২০২৭ সালে। কিন্তু সেই বছরের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্টের দেড় শ বছর পূর্তিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড খেলবে বিশেষ টেস্ট। তা ছাড়া বিভিন্ন ম্যাচের কারণে অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলো তখন ব্যস্ত থাকবে। এ কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটি ২০২৬ সালে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, নর্দার্ন টেরিটরিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি।
২০০৮-এর সেই সিরিজের পর তিনবার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সবশেষ ২০২১ সালে মিরপুরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে এই দুই দল। বাংলাদেশ ৪-১ ব্যবধানে জেতে সিরিজটি।