ঢাকা, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়ায় যখন যাওয়ার সুযোগ পাবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৬:১০, ১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:৩২, ১ এপ্রিল ২০২৫

অস্ট্রেলিয়ায় যখন যাওয়ার সুযোগ পাবে বাংলাদেশ

২০০৮ সালে সবশেষ অস্ট্রেলিয়া সফরে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর দুটি আইসিসি ইভেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় গেলেও দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি বাংলাদেশ। এবার বাংলাদেশের সেই অপেক্ষা ফুরোতে যাচ্ছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল ২০২৭ সালে। কিন্তু সেই বছরের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্টের দেড় শ বছর পূর্তিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড খেলবে বিশেষ টেস্ট। তা ছাড়া বিভিন্ন ম্যাচের কারণে অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলো তখন ব্যস্ত থাকবে। এ কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটি ২০২৬ সালে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। 

ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, নর্দার্ন টেরিটরিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি।

২০০৮-এর সেই সিরিজের পর তিনবার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সবশেষ ২০২১ সালে মিরপুরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে এই দুই দল। বাংলাদেশ ৪-১ ব্যবধানে জেতে সিরিজটি।

আরও পড়ুন