শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৮:৫২, ১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:১৪, ১ এপ্রিল ২০২৫
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন বিরাট কোহলি। এর পরেই গুঞ্জন উঠেছিল, হয়তো ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেবেন তিনি। তবে বিরাট কোহলির তার ভাবনার কথা জানালেন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে।
সম্প্রতি আইপিএলের মাঝেই একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কোহলি। সেখানে এক প্রশ্নের জবাবে বিরাট কোহলি তার পরবর্তী পদক্ষেপের কথা জানান। বলেন, ‘পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ জেতার চেষ্টা করব। সেটাই আমার পরবর্তী বড় পদক্ষেপ।’
তার কথাতে স্পষ্ট যে, তিনি ২০২৭ বিশ্বকাপে নিজের দেশের জার্সিতে মাঠ মাতাবেন। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে ওয়ানডে বিশ্বকাপ।