শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৩:৪৪, ২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:২৪, ২ এপ্রিল ২০২৫
হ্যামিলটনে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক নিউজিল্যান্ড। শুরুটা মোটামুটিভাবে ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। ৫৪ রানে ওপেনিং জুটি ভাঙার পর ১০০ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ব্রেসওয়েলের দল। তবে ছোট ছোট জুটি গড়েই এগিয়ে যেতে থাকে তারা।
তবে কিউই উইকেটরক্ষক মিচেল হে এবং মোহাম্মদ আব্বাস দলের হাল ধরে বড় সংগ্রহ এনে দেন। আব্বাস ৬৬ বলে ৪১ রানে আউট হলেও, হে ৭৮ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন। আর ওপেনিংয়ে নিক কেলি ২৩ বলে করেন ৩১ রান। এছাড়া কেউ বলার মতো রান করতে পারেনি। নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৯২ রান। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম এবং সুফিয়ান মুকিম।
২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মহাবিপদে পরে পাকিস্তান। মাত্র ৩২ রানের মধ্যেই ৫ উইকেট হারায় সফরকারীরা। তখন মনে হচ্ছিল বিশাল ব্যবধানে হারতে যাচ্ছে পাকিস্তান। তবে ফাহিম আশরাফ এবং নাসিম শাহ'র জোড়া ফিফটিতে হারের ব্যবধান কমায় তারা। এই দুইজন মিলে গড়েন ৬০ রানের জুটি। যেখানে ফাহিম ৭৩ এবং নাসিম শাহ করেন ৫১ রান। শেষ দিকে মুকিম ১০ বলে অপরাজিত ১৩ রান করলেও তা কোনো কাজে আসেনি। শেষ পর্যন্ত ২০৮ রানে ইনিংস থামে পাকিস্তানের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেল কিউইরা। আগামী শনিবার (৫ এপ্রিল) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।