শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৫:৩৯, ২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:২৫, ২ এপ্রিল ২০২৫
ফিফা সভাপতি ইনফান্তিনো তখন তাকে ট্রফিতে চুমু খেতে বলেন। বাচ্চাদের মাথা সাপটে দেয়ার মতো ডান হাত দিয়ে ট্রফিটির মাথায় একবার হাত বুলিয়ে চুমু খান মেসি। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে করতালির রোল পড়ে। ইনফান্তিনোকেও তখন হাসতে দেখা যায়।
মেসি মঞ্চে ট্রফি হাতে নিয়ে বলেন, ‘এটা খুবই স্পেশাল ট্রফি, খুবই সুন্দর।’ মঞ্চে মেসির সঙ্গে ছিলেন ইতালির হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো ও জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার ও কোচ য়ুর্গেন ক্লিন্সম্যান।
মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবল ভক্তদের মনে। আর্জেন্টিনা এরই মধ্যে দক্ষিণ আমেরিকার শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। তবে ৩৭ বছর বয়সী মেসির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে সবাই।