শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৮:১২, ২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৫৮, ২ এপ্রিল ২০২৫
তবে অনিকেতের বড় অনুপ্রেরণার নাম ছিলো হার্দিক পান্ডে। তার চাচা বলেন, 'সে সময় সংবাদপত্রের প্রতিবেদন থেকে দিনের পর দিন হার্দিকের ম্যাগি (নুডলস) খেয়ে থাকার বিষয়টা জানতে পেরেছিলাম। তখন অনিকেতকে গল্পটা বলেছিলাম। ও খুব অনুপ্রাণিত হয়েছিল। তার পর থেকে ওর মধ্যে একটা বাড়তি অনুপ্রেরণা দেখতাম। বড় খেলোয়াড় হওয়ার ইচ্ছা তৈরি হয় অনিকেতের মধ্যে।'
ছেঁড়া জুতা পরে খেলা অনিকেত এখন আইপিএলের অন্যতম সেরা উদীয়মান খেলোয়াড়। হায়দরাবাদের সবশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন তিনি। নিলামে তাকে ৩০ লাখ রুপিতে কিনেছিল হায়দরাবাদ।