ঢাকা, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

একসময় ছেঁড়া জুতা পরে খেলা অনিকেত এখন আইপিএল মাতাচ্ছেন

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮:১২, ২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৫৮, ২ এপ্রিল ২০২৫

একসময় ছেঁড়া জুতা পরে খেলা অনিকেত এখন আইপিএল মাতাচ্ছেন

তিন বছর বয়সে মাকে হারানো অনিকেত চাচা অমিত বর্মার কাছেই বড় হয়েছেন। সম্প্রতি একটা সাক্ষাৎকারে চাচা অমিত বলেন, ‘অনিকেতের বয়স তখন ১৪ বছর। তখন ওকে একটা ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করে দিয়েছিলাম। পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়ত। আমার প্রথম চাকরি ছিল একটা গাড়ির দোকানে। তিন হাজার টাকা বেতন পেতাম। তখন অনিকেত একটা ছেঁড়া জুতা পরে খেলত। আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। তবু ওকে দোকানে নিয়ে গিয়ে ১২০০ টাকার দিয়ে একটা জুতা কিনে দিয়েছিলাম। তার পর থেকে রোজ নতুন জুতা জোড়া নিয়ে ঘুমাতো অনিকেত।’

তবে অনিকেতের বড় অনুপ্রেরণার নাম ছিলো হার্দিক পান্ডে। তার চাচা বলেন, 'সে সময় সংবাদপত্রের প্রতিবেদন থেকে দিনের পর দিন হার্দিকের ম্যাগি (নুডলস) খেয়ে থাকার বিষয়টা জানতে পেরেছিলাম। তখন অনিকেতকে গল্পটা বলেছিলাম। ও খুব অনুপ্রাণিত হয়েছিল। তার পর থেকে ওর মধ্যে একটা বাড়তি অনুপ্রেরণা দেখতাম। বড় খেলোয়াড় হওয়ার ইচ্ছা তৈরি হয় অনিকেতের মধ্যে।' 

ছেঁড়া জুতা পরে খেলা অনিকেত এখন আইপিএলের অন্যতম সেরা উদীয়মান খেলোয়াড়। হায়দরাবাদের সবশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন তিনি। নিলামে তাকে ৩০ লাখ রুপিতে কিনেছিল হায়দরাবাদ।
 

আরও পড়ুন