শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৪:৪১, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:০৪, ৪ এপ্রিল ২০২৫
মোহাম্মদ শামিকে কুরুচিকর আক্রমণ করলেন সাবেক স্ত্রী হাসিন জাহান। ভারতীয় তারকা যখন আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে কলকাতায় আসেন তখন তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন।
হাসিন জাহান পোস্টে লেখেন, ‘শামি আহমেদ কলকাতা আসে। কিন্তু কখনো মেয়ে আইরার সঙ্গে দেখা করার চেষ্টাও করে না। শেষবার যখন দেখা করেছিল, তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ভয়ে দেখা করেছিল।’
তিনি আরো লেখেন, মেয়েদের নিয়ে মশগুল থাকা বাপের কোনও হুঁশ নেই মেয়েকে নিয়ে। কোনও দায়িত্ব নেই। কিন্তু জঘন্য সমাজ আমাকে ভুলভাল বলে থাকে।
শামির প্রাক্তন স্ত্রীর এমন পোস্টে ক্ষেপেছেন শামির ভক্তরা। শামিকে নিয়ে কোন রকম মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানান তারা।
এর আগেও অনেক বার মোহাম্মদ শামিকে নিয়ে মন্তব্য করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা গেছে সাবেক স্ত্রী হাসিন জাহানকে।