শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৮:০৩, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:০৬, ৪ এপ্রিল ২০২৫
২৬ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার কার্টনকে গ্রেপ্তারের পেছনে গুরুতর অভিযোগের খবর জানিয়েছে জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’। বিমানবন্দরে জব্দ করা ২০ পাউন্ড (৯ কেজির বেশি) গাঁজা সরবরাহের সঙ্গে কার্টনের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ ।
এক বিবৃতিতে ক্রিকেট কানাডা জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, ‘জাতীয় দলের খেলোয়াড় নিকোলাস কার্টনের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযোগ এবং তাঁর আটকের বিষয়ে ক্রিকেট কানাডাকে অবগত করা হয়েছে। আমরা অত্যন্ত সক্রিয় ও নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ক্রিকেট কানাডা স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ব্যাপারে আরও বিশদ তথ্য পাওয়া গেলে জানানো হবে।’
দুঃসময়ে ক্রিকেট কানাডা কার্টনের পাশে থাকবে বলেও জানিয়েছে, ‘ক্রিকেট কানাডা দলের সবাইকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে। কারণ, তারা আমাদের গর্ব এবং পেশাদারত্বের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করে চলেছে।’
২০১৫ সালে বার্বাডোজের মাদক আইন কিছুটা শিথিল করা হয়। গাঁজা চাষের জন্য লাইসেন্স ব্যবস্থাও চালু করা হয়। দেশটির সংশোধিত আইন অনুযায়ী, এক ব্যক্তি সর্বোচ্চ ২ আউন্স (প্রায় ৫৭ গ্রাম) গাঁজা রাখতে পারবেন এবং এটিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না। কিন্তু এই পরিমাণ গাঁজা জনসমক্ষে বহন করলে জরিমানা হতে পারে।