ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৩ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
ঈদের মাসে রেকর্ড ৩২৯ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা
Scroll
বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক
Scroll
আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ
Scroll
আইএমএফের সঙ্গে বৈঠক, ভ্যাট সিঙ্গেল রেটে একবারে আনা সম্ভব নয়: অর্থ উপদেষ্টা
Scroll
পাল্টা শুল্ক: যুক্তরাষ্ট্র প্রশাসনকে ৪৮ ঘণ্টায় দুটি চিঠি দেবে সরকার
Scroll
মারা গেছেন আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা
Scroll
কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. নুরুল্লাহ তরুন
Scroll
সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
Scroll
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে জোরালো বিক্ষোভ
Scroll
৯ দিনের টানা ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

সৌদি প্রো লিগে আল-হিলালের বিপক্ষে রোনালদোর জোড়া গোল 

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৪৯, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:০২, ৫ এপ্রিল ২০২৫

সৌদি প্রো লিগে আল-হিলালের বিপক্ষে রোনালদোর জোড়া গোল 

সৌদি প্রো লিগে রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালকে হারালো আল-নাসর। শুক্রবার (৪ এপ্রিল) রাতে আল-হিলালকে ৩-২ গোলে হারায় আল-নাসর। এতে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে লিগের লড়াইয়েও টিকে রইলো তারা।

ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই ডিফেন্ডারের নৈপুণ্যতায় গোল হজম থেকে রক্ষা পায় আল-নাসর। তবে ২৬তম মিনিটে পেনাল্টি এরিয়ার কাছে বল পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন নাসরের জন ডুরান। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পান রোনালদোরা। প্রতিপক্ষের মাঠে আল-নাসরকে লিড এনে দিয়েছিলেন আলি আলহাসান। কর্নার থেকে পাওয়া বল ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো ক্রসে জালে জড়ান মিডফিল্ডার আলহাসান।
 
এরপর বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়িয়ে নেয় আল-নাসর। এবার গোল করেন রোনালদো। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে পাস দেন সাদিও মানে। পেনাল্টি এরিয়ার সামনে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান পর্তুগিজ বরপুত্র।
 
৬২তম মিনিটে একটি গোল শোধ করে আল-হিলাল। কর্নার থেকে আসা ক্রস বক্সে পেয়ে হেডে জালে জড়ান আলি আলবুলায়হি। তবে তারা সমতায় ফেরার সুযোগ পায়নি। উল্টো ৮৮তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো। ৪০ বছর পেরোনো এ তারকার সব মিলিয়ে লিগে গোলসংখ্যা হলো ২১। যা আসরে সর্বোচ্চ। সব মিলিয়ে চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ৩৪ ম্যাচে ৩০ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেছেন তিনি।
 
হাজারতম গোলের মাইলফলকের পথেও একটু একটু করে এগিয়ে যাচ্ছেন তিনি। আল-হিলাল ম্যাচের পর সব মিলিয়ে তার গোলসংখ্যা হলো ৯৩১।
 
এদিকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে লিগ শিরোপার দৌড়ে আশা বাঁচিয়ে রাখলো আল-নাসর। ২৬ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৪। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল-হিলাল। অবশ্য এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল-ইত্তিহাদ। বড় কোনো অঘটন না ঘটলে তাদের শিরোপা জয় একপ্রকার নিশ্চিত। তবে ভুল করলে সুযোগ আসতে পারে আল- নাসরের। 

আরও পড়ুন