আইপিএল চলাকালে এবার কপাল খুলতে পারে মোস্তাফিজের। ব্যক্তিগত কারণ দেখিয়ে কাগিসো রাবাদা গুজরাট টাইটান্স ছেড়ে নিজ দেশে ফিরেছেন। তবে তার ফেরার কোনো দিন তারিখ জানায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। প্রোটিয়া পেসার না ফিরলে গুজরাট নতুন কোনো ক্রিকেটার কিনতে পারে।
এই প্রসঙ্গই বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের নাম সামনে আসে। নিলামে অবিক্রীত থাকা মোস্তাফিজের কপাল খুলতে পারে। এমন গুঞ্জন রটেছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে। যদিও মোস্তাফিজ প্রসঙ্গে গুজরাট সংশ্লিষ্টরা কোনো কিছুই বলেননি।
গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে ২ কোটি ভিত্তিমূল্যে নাম জমা দিয়েছিলেন মোস্তাফিজ। শেষ কয়েকটি মৌসুমে ভালো কিছু করতে না পারায় টাইগার পেসারকে নিয়ে কেউ আগ্রহই দেখায়নি। সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন তিনি। তবে টানা চার মৌসুম পর এবার দল পাননি মোস্তাফিজ।
চেন্নাই সুপার কিংসের আগে ২০২২ ও ২০২৩ সালে; টানা দুই মৌসুম দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ফিজ। গত তিন আসরে তাকে ২ কোটি রুপিতেই দলে ভিড়িয়েছিল চেন্নাই ও দিল্লি। ২০২১ সালে ১ কোটি ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যাল। তার আগে ২০১৮ সালে ২ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন তিনি।
এর আগে ২০১৬ সালেই সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে জড়িয়ে শিরোপার স্বাদ পেয়েছিলেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে আসরের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হন মোস্তাফিজ। পরের মৌসুমেও দলটির হয়ে খেলেছিলেন এই পেসার। সেসময় তাকে ১ কোটি ৪০ লাখ রুপি খরচে দলে নিয়েছিল তারা।