শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৩:৪১, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৫১, ৫ এপ্রিল ২০২৫
পিএসএল মাঠে গড়াতে বাকি আর মাত্র এক সপ্তাহ। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর এ আসর। ৬ দলের জমজমাট এই টুর্নামেন্টের ফাইনালসহ বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। আর তাই এ উপলক্ষে এক নতুন সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। এতে জানানো হয়, ম্যাচ চলাকালীন লাহোরের স্কুলগুলো সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। মূলত পিএসএলের ম্যাচগুলো বিকেল ও সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা যাতে ম্যাচ উপভোগ করতে পারে এবং শহরের যানজট এড়ানো যায়, সে জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও করাচিতে অনুষ্ঠিত হবে পিএসএলের ম্যাচগুলো। ২৪ এপ্রিল লাহোর কালান্দার্স ও পেশাওয়ার জালমির ম্যাচ দিয়ে লাহোর পর্ব শুরু হবে। এবারের ফাইনাল ম্যাচটি আগামী ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।
এছাড়া, ১১ এপ্রিল ইসলামাবাদে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের পিএসএলের।