শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৮:৩২, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৩১, ৫ এপ্রিল ২০২৫
ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে এটা পাকিস্তানের ৭ বছর পর হোয়াইটওয়াশ হওয়ার ঘটনা। ওয়ানডে সিরিজে পাকিস্তান এর আগে দুবার কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে, দ্বিতীয়টি ২০১৮ সালের জানুয়ারিতে।
হোয়াইটওয়াশ এড়াতে নামা পাকিস্তানের এ ম্যাচে বাবর আজম করেন ৫৮ বলে বাবর ৫০ রান। শফিক ও তৈয়বের ব্যাট থেকে রান আসে ৩৩ করে। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নেয়া বেন সিয়ার্স হয়েছেন সিরিজ সেরা খেলোয়াড়।
টিম সেইফার্টের সঙ্গে ড্যারেল মিচেলের জুটি হয় ৬১ রানের, সেইফার্ট ২৬ আর মিচেল করেন ৪৩ রান। শেষদিকে ঝড় তুলেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। ৪০ বলে ৫৯ রানের ইনিংসে ১টি চারের পাশাপাশি ৬টি ছক্কা মারেন তিনি। পাকিস্তানের হয়ে ৬২ রান খরচায় আকিফ জাভেদ পান ৪ উইকেট।