শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৩:১৮, ৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:০৮, ৬ এপ্রিল ২০২৫
নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডের শেষ ম্যাচে সমর্থকদের কথায় রেগেমেগে দর্শকদেরই পেটাতে গিয়েছিলেন খুশদিল। এসময় বাউন্ডারি সীমানা পেরিয়ে দর্শকদের বেষ্টনী পর্যন্ত চলে যান খুশদিল। যদিও নিরাপত্তারক্ষী আর সতীর্থরা তাকে ধরে শান্ত করেন। কিন্তু কেন এমনটা হলো, এ নিয়ে মুখ খুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ রানে হেরে যায় পাকিস্তান। সেই সঙ্গে নিশ্চিত হয় হোয়াইটওয়াশের লজ্জা। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সেরে তখন পুরো পাকিস্তান দল ড্রেসিংরুমের দিকে ফিরছে। ঠিক তখনই মাঠে উপস্থিত কিছু দর্শক পাকিস্তানের সব খেলোয়াড়কে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য ছুঁড়ে দেন। মূলত সে সময়ই মেজাজ হারিয়ে দর্শকদের তেড়ে যান খুশদিল। এমন তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও।
এছাড়াও পিসিবি থেকে বলা হয়,’ দুজন আফগান নাগরিক পাকিস্তান নিয়ে বিদ্বেষমূলক কথা বলেন। পাকিস্তান বিরোধী স্লোগান যখন চরমে, ক্রিকেটার খুশদিল শাহ এগিয়ে এসে দর্শকদের এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান। আফগান দর্শকদের পশতু ভাষা আরও কিছু আপত্তিকর কথায় পরিস্থিতি আরও জটিল করে তোলে।’
তবে এই ঘটনায় আইসিসি বা পিসিবির পক্ষ থেকে খুশদিল শাহ’র বিপক্ষে এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানা যায়নি।